• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অ্যাকাউন্ট জালিয়াতি : ডাচ-বাংলার সেলস ম্যানেজারসহ গ্রেপ্তার ১০

আরটিভি নিউজ

  ২৮ জানুয়ারি ২০২২, ১৬:০১

ধনী গ্রাহকদের স্বাক্ষর ও তথ্য জালিয়াতি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ডাচ-বাংলা ব্যাংকের সেলস ম্যানেজার জাকিরসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাজধানীর ভাটারা থেকে পাঁচজনকে এবং তাদের দেওয়া তথ্যে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জাকির হোসেন (৩৫), ইয়াসিন আলী (৩৪), মাহবুব ইশতিয়াক ভূইয়া (৩৫), আনিছুর রহমান ওরফে সোহান (৪২), মো. দুলাল হোসাইন (৩৫), মো.আসলাম (৫৩), আব্দুর রাজ্জাক (৪৮), জাকির হোসেন (৪৪), মো. আনোয়ার হোসেন ভূইয়া (৫৬) ও মো. নজরুল ইসলাম (৫০)।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, সেলস ম্যানেজার জাকিরের সহযোগিতায় ধনী গ্রাহকদের স্বাক্ষর ও তথ্য জালিয়াতি করে আরটিজিএস ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে সাড়ে ৬ কোটি টাকা নিয়ে যাচ্ছিলেন আরেকটি কোম্পানির অ্যাকাউন্টে। এ ছাড়া আরেকটি কোম্পানির ১২ কোটি টাকা নেওয়ার পরিকল্পনাও করে তারা।

তাদের কাছ থেকে ডাচ-বাংলা ব্যাংকের ফান্ড ট্রান্সফার ফরম ও চেকসহ অন্যান্য কাগজপত্র জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
সার্টিফিকেট জালিয়াতি, যা বললেন কারিগরির সাবেক চেয়ারম্যান
X
Fresh