Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ৫ জ্যৈষ্ঠ ১৪২৯
অনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি ২০২২, ১৪:২০
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৫:০২

ভাসানচরের রোহিঙ্গাদের সহায়তায় ২০ লাখ ডলার দেবে জাপান

ভাসানচরের, রোহিঙ্গাদের, সহায়তায়, ২০, লাখ, ডলার, দেবে, জাপান,
ফাইল ছবি

নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের সহায়তায় ২০ লাখ মার্কিন ডলার দেবে জাপান।

শুক্রবার (২৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকাস্থ জাপান দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাসানচরের রোহিঙ্গাদের জন্য ব্যয় করতে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরকে এক মিলিয়ন ডলার (১০ লাখ) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপিকে এক মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সংকট সমাধান গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের সুরক্ষায় বাংলাদেশ সরকারের উদ্যোগ প্রশংসনীয়। ভাসানচরে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে জাতিসংঘ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি।

এনএইচ/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS