Mir cement
logo
  • ঢাকা শনিবার, ২৮ মে ২০২২, ১৪ জ্যৈষ্ঠ ১৪২৯

আগামী নির্বাচন কোন কৌশলে মানুষ জানতে চায় : সংসদে হারুন

আগামী নির্বাচন কোন কৌশলে মানুষ জানতে চায়: সংসদে হারুন
ফাইল ছবি

কোন কৌশলে আগামী নির্বাচন মানুষ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপিদলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ।

তিনি বলেন, ২০১৪ সালে বিনাভোটে নির্বাচন হয়েছে, ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। আগামী নির্বাচন আরও কোনও কৌশলে হবে কিনা তা জানতে চায় মানুষ।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশন গঠন আইনের বিল পাসের জন্য সংসদে প্রস্তাব আনেন আইনমন্ত্রী আনিসুল হক। সেই বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন হারুনুর রশীদ।

হারুনুর রশীদ বলেন, দেশে নির্বাচনের যে বেহাল দশা, অনিয়ম হচ্ছে এজন্য আগামী নির্বাচন তত্বাবধায় সরকারের অধীনে হওয়া দরকার।

নির্বাচন কমিশন গঠন আইনের বিষয়ে সংসদে আইনমন্ত্রী আনিসুল হকের নিউজিল্যান্ডসহ অন্যান্য দেশের উদাহরণের বিষয়ে তিনি বলেন, সেসব দেশে স্বেচ্ছায় পদত্যাগের ঘটনা ঘটে। আমাদের দেশে তা হয় না।

হারুনুর রশীদ বলেন, আইনে বলা হয়েছে, বাংলাদেশে একটি নির্বাচন কমিশন আইন থাকবে যার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের বিধান থাকবে। কিন্তু নির্বাচন কমিশনাররা কোনও অপরাধ করলে কি হবে তার পরিষ্কার ব্যাখ্যা নেই আইনে।

এসএস

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS