• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেশে ৬৭ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে : স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২২, ২০:৫৬
দেশে ৬৭ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে : স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি

দেশে মোট মৃত্যুর ৬৭ শতাংশই অসংক্রামক রোগে হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় অসংক্রামক রোগ (এনসিডি) সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অসংক্রামক রোগ বাংলাদেশের জন্য ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি ও উদ্বেগের কারণ হচ্ছে। অসংক্রামক রোগের মধ্যে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও ক্যানসার অন্যতম।

তিনি বলেন, বাংলাদেশে ২০ শতাংশ মানুষ উচ্চরক্তচাপ, ১০ শতাংশ ডায়াবেটিস ও ২০ লাখ মানুষ ক্যানসারে ভোগে।

জীবনযাত্রা, খাদ্যাভাস, তামাকের ব্যবহার, পরিবেশ দূষণ, অপর্যাপ্ত কায়িক পরিশ্রম, ওষুধের অপব্যবহারের কারণে প্রতিনিয়ত অসংক্রামক রোগ বাড়ছে বলেও জানান তিনি।

জাহিদ মালেক বলেন, দেশের ৮ বিভাগে ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল স্থাপন করা হচ্ছে। দেশের সব জেলা হাসপাতালে ১০ বেডের ডায়ালাইসিস ও আইসিইউ বেড দেওয়া হচ্ছে। উপজেলা হাসপাতালসহ দেশের সব হাসপাতালে এনসিডি কর্নার করা হয়েছে।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাভারে যুবকের মৃত্যু
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
X
Fresh