• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকায় ওমিক্রনের তিনটি উপধরন রয়েছে : আইসিডিডিআর,বি 

আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২২, ১৪:৫৮
ঢাকায়, ওমিক্রনের, তিনটি, উপধরন, রয়েছে, আইসিডিডিআরবি,  
ফাইল ছবি

ঢাকায় করোনাভাইরাসের উচ্চসংক্রামক ধরন ওমিক্রনের তিনটি উপধরন রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।

সোমবার (২৪ জানুয়ারি) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, আফ্রিকান, ইউরো-আমেরিকান এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের ওমিক্রন ধরনের সঙ্গে এই তিন উপধরনের মিল পাওয়া যায়।

আইসিডিডিআরবি ল্যাবরেটরিতে জানুয়ারির প্রথম দুই সপ্তাহে ১ হাজার ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হলে ২৮ শতাংশই করোনা পজিটিভ। এর মধ্যে ৬৯ শতাংশের দেহে ওমিক্রন শনাক্ত হয়।

আইসিডিডিআর,বি জানায়, তারা ওমিক্রনে আক্রান্ত ১৩ জন পুরুষ ও ১৬ জন নারী অর্থাৎ ২৯ জনের সাক্ষাৎকার নিয়েছে। তাদের মধ্যে ২৭ জনের কোনো উপসর্গ ছিল না। এ ছাড়া তাদের মধ্যে মাত্র একজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সৌদি আরব থেকে এসেছেন একজন, বাকি ২৮ জন দেশেই ছিলেন।

এনএইচ/টিআই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৪ জনের করোনা শনাক্ত
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh