• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মোবাইল ইন্টারনেটের প্যাকেজ ও ধীরগতি নিয়ে হাইকোর্টের কমিটি

আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২২, ১৫:৫৩
মোবাইল, ইন্টারনেটের, প্যাকেজ, ও, ধীরগতি, নিয়ে, হাইকোর্টের, কমিটি,
ফাইল ছবি

গ্রাহকদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে মোবাইল ইন্টারনেটের ধীরগতি, প্যাকেজ, কলরেট ও কলড্রপ বিষয়ে পর্যবেক্ষণ করতে কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট। পাঁচ সদস্যের এ কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) এ আদেশ দেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।

গত বছরের ২২ নভেম্বর মানসম্মত সেবা নিশ্চিত করতে মোবাইল কোম্পানিগুলোর বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিষয়ে জানাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এর আগে গত বছরের ১২ জুন মানসম্মত সেবা নিশ্চিত করতে অপারেটরগুলোর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ‘ল রিপোর্টার্স ফোরামের’ সদস্য সাংবাদিক মেহেদী হাসান ডালিম, মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসান।

প্রসঙ্গত, ইন্টারনেটের গতি নির্ণয়ের প্লাটফর্ম ওকলার তথ্যমতে গত বছরের ডিসেম্বরে বিশ্বে মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান লিবিয়া, উগান্ডারও নিচে।

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আ.লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ’
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
গণবিজ্ঞপ্তিতে ৩৫ ঊর্ধ্বদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ
ছাত্রলীগ নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, কমিটি বিলুপ্ত
X
Fresh