আরটিভি নিউজ
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৬:০৬
‘যতটা ভয় পাচ্ছি, ততটা ভয়াবহ কিছু হবে না’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, করোনার সংক্রমণ রোধে সরকারঘোষিত বিধিনিষেধের মধ্যে সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি আছে। তিনি বলেন, আমরা যতটা ভয় পাচ্ছি, ততটা ভয়াবহ কিছু হবে না। আমরা আগে যেভাবে মোকাবিলা করেছি, সেভাবে মোকাবিলা করতে পারব।
আজ রোববার (২৩ জানুয়ারি) দুপুরে অর্থনৈতিক বিষয়ক-সংক্রান্ত ও সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবসময় সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি। এ জন্য আমরা মনে করি যতটা ভয় পাচ্ছি, ততটা ভয়াবহ কিছু হবে না। আমরা আগে যেভাবে মোকাবিলা করেছি, সেভাবে মোকাবিলা করতে পারব।
এসএস/টিআই
মন্তব্য করুন