• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শৈত্যপ্রবাহ সরছে, আসছে ঝিরঝির বৃষ্টি

আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২২, ২২:৩৯
ছবি : সংগৃহীত

দেশের অধিকাংশ অঞ্চলেই তাপমাত্রা বেড়েছে। তবে আজও দেশের চার অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আগামী বৃহস্পতিবার কোথাও কোথাও ঝিরঝির ও হালকা বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। ইতোমধ্যে পঞ্চগড়, দিনাজপুর ও নওগাঁ ছাড়া দেশের অন্য জায়গা থেকে শৈত্যপ্রবাহ বিদায় নিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ওই তিন জেলা থেকেও শৈত্যপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া অধিদপ্তর সূত্র থেকে জানা গেছে, আগামীকাল বুধবারের মধ্যে শৈত্যপ্রবাহের এলাকা আরও কমতে পারে। তবে সারাদেশে হালকা যে শীতের অনুভূতি আছে, তা থাকবে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ গণমাধ্যমকে বলেন, হিমালয়ের পাদদেশে ভারতীয় অংশে ইতোমধ্যে একটি মেঘমালা ভেসে এসেছে। বৃহস্পতিবারের মধ্যে তা বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে। ফলে হালকা বৃষ্টি হতে পারে।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যেটা একদিন আগে ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি থেকে কমে হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস

এসকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
সুসংবাদ দিলো আবহাওয়া অফিস
সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে
X
Fresh