আরটিভি নিউজ
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৬:৩০
ডেঙ্গু আক্রান্ত আরও দুইজন হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে আরও দুইজন নতুন রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে সোমবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়া দুইজনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ২১ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে ১১ জন রোগী ভর্তি রয়েছেন।
এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৭ জানুয়ারি) পর্যন্ত হাসপাতালে সর্বমোট ১০৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭২ জন। তবে নতুন বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যাননি।
এনএইচ/এসকে
মন্তব্য করুন