• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নাসিক নির্বাচন

‘চার ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ থেকে ৪০ শতাংশ’

আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২২, ১৪:০৭
‘চার ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ থেকে ৪০ শতাংশ’
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে চার ঘণ্টায় (পৌনে ১২টা পর্যন্ত) ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে কেন্দ্র পরিদর্শনের পর এ তথ্য জানান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে প্রার্থীদের এজেন্ট আছে। নারী ভোটারদের উপস্থিতি বেশি। ভোট গ্রহণ নিয়ে কোনো মেয়র বা কাউন্সিলর প্রার্থী লিখিত বা মৌখিক অভিযোগ করেননি।

মোস্তাইন বিল্লাহ বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ হাজারের বেশি সদস্য নিয়োজিত আছেন। ৩৯ ম্যাজিস্ট্রেট কাজ করছেন। শেষ পযন্ত নির্বাচন সুষ্ঠু হবে, এ আশা করছি।

এর আগে সকাল ৮টা থেকে নাসিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এফডিসিতে শাবনূর, ভোট চাইতে হুমড়ি খেয়ে পড়লেন প্রার্থীরা
ভোট দিয়ে যা বললেন অনন্ত জলিল
ডিএ তায়েবের জন্য যেভাবে ভোট চাইছেন মেয়ে টুনটুনি
ভোট দিতে একসঙ্গে ঢালিউডের ‘তিন কন্যা’, জানালেন প্রত্যাশা
X
Fresh