• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অধ্যাপক সাঈদা হত্যায় গ্রেপ্তার আনোয়ারুলকে রিমান্ডের আবেদন

গাজীপুর প্রতিনিধি

  ১৫ জানুয়ারি ২০২২, ১২:২২
অধ্যাপক সাঈদা হত্যায় গ্রেপ্তার আনারুলকে রিমান্ডের আবেদন
অধ্যাপক সাঈদা গাফফার (ফাইল ছবি)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সাঈদা গফফারকে হত্যায় গ্রেপ্তার হওয়া আনোয়ারুলকে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। গতকাল রাতেই অধ্যাপকের মরদেহ দাফন করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার এসআই দীপঙ্কর রায় জানান, অধ্যাপক সাঈদা গফফার হত্যার ঘটনায় গাইবান্ধা থেকে গ্রেপ্তার হওয়া আনোয়ারুলকে গাজীপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চালান করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। হত্যার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না এবং হত্যার প্রকৃত উদ্দেশ্য কী ছিল, এসব তথ্য বের করার জন্যই তাকে রিমান্ডের আবেদন করা হয়।

নিহত অধ্যাপকের পারিবারিক সূত্র জানায়, গতরাতে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ আদায় করা হয়। পরে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

পি/টিআই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
হুন্ডির মাধ্যমে তিন মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
X
Fresh