• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফেব্রুয়ারিতে ভয়ংকর হতে পারে করোনা : ড. বিজন

আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২২, ১১:৩১
ফেব্রুয়ারিতে ভয়ংকর হতে পারে করোনা : ড. বিজন

দেশে বেড়েই চলেছে করোনার হিংস্র থাবা। তবে আগামী ফেব্রুয়ারি মাসে করোনা সংক্রমণ দেশে ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করেছেন বিশিষ্ট অণুজীব বিজ্ঞানী ও সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিজন কুমার শীল।

বুধবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে কোভিড-১৯ শীর্ষক সেমিনারে তিনি এ আশঙ্কার কথা জানান।

এ সময় তিনি বলেন, করোনার বর্তমান অবস্থা প্রতিরোধে আমি লকডাউনের পক্ষপাতী নই। সংক্রমণ এড়াতে স্বাস্থ্য সচেতনতাকে বেশি গুরুত্ব দিতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।

উপাচার্যের নির্দেশক্রমে এবং সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. দেলওয়ার হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিনরা।

এমএন/এসকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘শিক্ষিত লোক নেতৃত্বে দিলে দেশ এগিয়ে যাবে’
ফেব্রুয়ারিতে সড়কে ঝরেছে ৫৫৫ প্রাণ
ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৫৪৪ প্রাণ
রেকর্ড উষ্ণতম ফেব্রুয়ারি দেখল বিশ্ব
X
Fresh