• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাউল সেজেও শেষ রক্ষা হলো না সেই ‘সিরিয়াল কিলারের’ 

আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২২, ২৩:৩৬
বাউল সেজেও শেষ রক্ষা পেল না সেই ‘সিরিয়াল কিলারের’ 
ছবি: সংগৃহীত

একাধিক হত্যা মামলার আসামি। যাকে বলা হয় ‘সিরিয়াল কিলার’। নিজেকে রক্ষা করতে যিনি একেক সময় একেক রূপ ধারণ করতেন। নিজেকে লুকাতে রেখেছেন বড় চুল ও দাঁড়ি। শুধু তাই নয়, পলাতক থেকে করতেন বাউল গান ও গানের মডেলিং। এমন ছদ্মবেশে দীর্ঘ ২০ বছর থেকেও শেষ রক্ষা হয়নি। বলছিলাম দুর্ধর্ষ সিরিয়াল কিলার সেলিম ফকির ওরফে খুনি হেলাল ওরফে হেলাল হোসেনের কথা।

বুধবার (১২ জানুয়ারি) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিষয়টি নিশ্চত করে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সেলিম ফকির ছিলেন একাধিক হত্যা মামলার আসামি। নিজের পরিচয় গোপন করতে বেশভূষা পরিবর্তন করে রাখেন। পলাতক থেকে কখনো করতেন বাউল গান ও গানের মডেলিং। দীর্ঘ ২০ বছর নিজেকে আড়াল করে রেখেছিলেন আলোচিত ‘ভাঙা তড়ি ছেঁড়া পাল’ খ্যাত গানের বাউল মডেল সেলিম ফকির।

তিনি জানান, আলোচিত এই গানের মডেল ছিলেন ভয়ংকর সিরিয়াল কিলার। তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলা রয়েছে। এ সব মামলায় তার বিরুদ্ধে সাজাও হয়েছে। কিন্তু নিজেকে আড়াল করতে বিভিন্ন সময় মাজার বা রেলস্টেশনে থাকতেন। এ বিষয়ে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

আরএ/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছাল
নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 
ফরিদপুরে স্কুলশিক্ষার্থী অন্তর হত্যায় ৩ জনের ফাঁসি
গৃহবধূ হত্যা মামলার ৩ পরিকল্পনাকারী ঢাকায় গ্রেপ্তার
X
Fresh