• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

প্রজ্ঞাপনে যে নির্দেশনা থাকছে শিক্ষার্থীদের জন্য

আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২২, ১৯:১১
প্রজ্ঞাপনে যে নির্দেশনা থাকছে শিক্ষার্থীদের জন্য
ফাইল ছবি

করোনা সংক্রমণ প্রতিরোধে ১১টি বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।

সোমবার (১০ জানুয়ারি) এ প্রজ্ঞাপন জারি করে মন্ত্রীপরিষদ বিভাগ। যা কার্যকর হবে ১৩ জানুয়ারি থেকে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এই রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত, দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১৩ জানুয়ারি হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিধিনিষেধ মেনে চলতে হবে।

সোমবার এ নির্দেশনায় বলা হয়, ১২ বছরের ঊর্ধ্বের সব ছাত্র-ছাত্রীকে টিকা গ্রহণ করতে হবে।শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত তারিখের পরে টিকা সনদ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে বলা হয়েছে।

দেশে নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় এ বিধিনিষেধ জারি করে সরকার।

এমএন/এসকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমে পুলিশ সদস্যদের প্রতি ১১ নির্দেশনা
বাসের ধাক্কায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহত
সুইমিং পুলে গোসল করতে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
জাবিতে শিক্ষার্থী কল্যাণ ফি বাতিলের দাবিতে মানববন্ধন
X
Fresh