Mir cement
logo
  • ঢাকা সোমবার, ২৪ জানুয়ারি ২০২২, ১০ মাঘ ১৪২৮

আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২২, ১০:২৩
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১১:৩৩
discover

সপ্তাহের শেষে হতে পারে বৃষ্টি, বাড়তে পারে শীত

ফাইল ছবি

তাপমাত্রা বাড়াতে কয়েক দিন ধরে শীতের অনুভূতিও কম লাগছে। তবে চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস থাকায় শেষ দিকে শীতের প্রকোপ বাড়তে পারে।

সোমবার (১০ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যা থেকে আকাশে মেঘ দেখা যাবে। বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির পর তাপমাত্রা আবারও কমে যাবে। এর কারণে শীত বাড়বে।

তিনি আরও বলেন, বৃষ্টির পরে সারাদেশে না হলেও দু-এক জায়গায় শৈত্যপ্রবাহ বইতে পারে।

বর্তমানে দেশের তাপমাত্রা ১২ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তবে কক্সবাজার ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে বলেও জানান কামাল মল্লিক।

আরএ/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS