• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আবারও কি বন্ধ হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান?

আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২২, ১০:২৫
আবারও কি বন্ধ হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান?
ফাইল ছবি

ওমিক্রনে আক্রান্ত হয়ে বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশেও আবারও হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। করোনা শুরুর পর দীর্ঘদিন বন্ধ থাকার পর খোলা হয় শিক্ষাপ্রতিষ্ঠান। এখন আবারও বাড়তে শুরু করেছে করোনা, ফলে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের শঙ্কা তৈরি হয়েছে।

গেল দুদিন ধরে শনাক্ত হাজারের ওপরে। এমন অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসবে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (৯ জানুয়ারি) রাত ১০টায় ভার্চুয়ালি এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে সার্বিক বিষয়ে পরেরদিন (সোমবার) সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি একমত হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হতে পারে। সোমবার সেসব সিদ্ধান্ত তুলে ধরতে শিক্ষামন্ত্রী ব্রিফিং করবেন।

এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু
একাধিক পদে লোকবল নেবে বিকেএসপি
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান ‘বন্ধ’ নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সুখবর
X
Fresh