• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ায় বন্যাদুর্গতদের পাশে প্রবাসী বাংলাদেশিরা

মালয়েশিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ ডিসেম্বর ২০২১, ১৫:৫০
মালয়েশিয়ায়, বন্যাদুর্গতদের, পাশে, প্রবাসী, বাংলাদেশিরা,
ছবি: আরটিভি

মালয়েশিয়ায় ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে প্রবাসী বাংলাদেশিরা। বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের অদূরে শাহ আলমের বেশ কয়েকটি অঞ্চলে দুর্গত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।

কুয়ালালামপুর মহানগর যুবলীগের নেতৃত্বে স্থানীয়দের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

এ বিষয়ে দলটির মহানগরের সভাপতি রিসাদ বিন আবদুল্লাহ হৃদয় বলেন, যুবলীগ সবসময় মানবিক। দেশ এবং প্রবাসে সবখানেই অসহায় মানুষের পাশে রয়েছে যুবলীগ। স্মরণকালের ভয়াবহ এ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে।

এ সময় মহানগর যুবলীগের সহসভাপতি আনোয়ার, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক জুনায়েদ হোসেন কাজল, সহসম্পাদক জোনায়েদ হোসেন হৃদয়, সজিবসহ অনেকে উপস্থিত ছিলেন।

মহানগর যুবলীগের পক্ষ থেকে স্থানীয়দের পাশাপাশি বন্যায় আটকে পড়ে খাদ্যাভাবে থাকা প্রবাসী বাংলাদেশিদেরও সহযোগিতা করা হয়।

উল্লেখ্য, টানা বৃষ্টিতে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত পানির নিচে যায়, ঘর ছাড়তে বাধ্য হয় লক্ষাধিক মানুষ। ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় এখনও পর্যন্ত দেশটিতে মারা গেছে ২০ জনেরও বেশি মানুষ। দেশজুড়ে চলা এ দুর্যোগে বিভিন্ন স্থানের সড়ক ও মহসড়ক যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে।
বন্যা পরবর্তী সময়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি স্থানীয় ও প্রবাসী ব্যবসায়ীরাও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

এনএইচ/টিআই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেম করে বিয়ের ২ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 
১৯ দিনে প্রবাসী আয় ১৪ হাজার কোটি টাকা
প্রবাসীদের রেমিট্যান্স উন্নয়নের একটি মূল শক্তি : সমাজকল্যাণমন্ত্রী
মালয়েশিয়ায় ই-পাসপোর্টসংক্রান্ত হাইকমিশনের জরুরি নোটিশ
X
Fresh