• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঘূর্ণিঝড় পরবর্তী করণীয়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মে ২০১৭, ১৩:১৮

ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটারের বেশি গতিতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘মোরা’। বেশ তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে এটি। মঙ্গলবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম উপকূলে আঘাত আনে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামসুদ্দিন আহমেদ বলেন, আরো ১২ ঘণ্টা দেশে বৈরি আবহাওয়া বিরাজ করবে। এর ফলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে ‘মোরা’ বাংলাদেশ অতিক্রম না করে দেশের ভেতরেই নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পর করণীয় নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এক নজরে দেখে নিন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের পর কী করবেন:

* রাস্তা-ঘাটের ওপর উপড়ে পড়া গাছপালা সরিয়ে ফেলুন যাতে সহজে সাহায্যকারী দল আসতে পারে এবং দ্রুত যোগাযোগ সম্ভব হয়।

* আশ্রয়কেন্দ্র থেকে মানুষকে বাড়ি ফিরতে সাহায্য করুন এবং নিজের ভিটায় বা গ্রামে অন্যদের মাথা গোঁজার ঠাঁই করে দিন।

* খুব দ্রুত উদ্ধার দল নিয়ে খাল, নদী, পুকুর ও সমুদ্রে ভাসা বা বনাঞ্চলে বা কাদার মধ্যে আটকে পড়া লোকদের উদ্ধার করুন।

* ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্তরা শুধু এনজিও বা সরকারি সাহায্যের অপেক্ষায় বসে না থেকে অন্যকে যেন সাহায্য করে সেদিকে সচেষ্ট হতে হবে।

* রিলিফের মুখাপেক্ষি না হয়ে নিজের পায়ে দাঁড়াতে সচেষ্ট হোন। রিলিফের পরিবর্তে কাজ করুন। কাজের সুযোগ সৃষ্টি করুন। রিলিফ যেন মানুষকে কর্মবিমুখ না করে কাজে উৎসাহী করে সেভাবে রিলিফ বিতরণ করতে হবে।

* দ্বীপের বা চরের নিকটবর্তী কাদার মধ্যে আটকে পড়া লোকদের জন্য দলবদ্ধ হয়ে দড়ি ও নৌকার সাহায্যে উদ্ধারকাজ শুরু করুন।

* ঝড় একটু কমলেই ঘর বা আশ্রয়কেন্দ্র থেকে বের হবেন না। পরে আরো প্রবল বেগে অন্যদিক থেকে ঝড় আসার সম্ভাবনা বেশি থাকে।

* পুকুরের বা নদীর পানি ফুটিয়ে পান করুন। বৃষ্টির পানি ধরে রাখুন।

* নারী, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ও অসুস্থদের জন্য বিশেষ ব্যবস্থায় ত্রাণ বণ্টন (আলাদা লাইনে) করুন।

* দ্রুত উৎপাদনশীল ধান ও শাকসব্জির জন্য জমি প্রস্তুত করুন। বীজ সংগ্রহ করুন এবং কৃষিকাজ শুরু করুন।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh