• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ব্যাংকের ভল্টের টাকা কীভাবে উধাও হলো, প্রশ্ন হাইকোর্টের

আরটিভি নিউজ

  ০৬ ডিসেম্বর ২০২১, ১৫:৪৯
ব্যাংকের ভল্টের টাকা কীভাবে উধাও হলো, প্রশ্ন হাইকোর্টের
ফাইল ছবি

ব্যাংকের ভল্টের টাকা কীভাবে উধাও হলো- এমন প্রশ্ন তুলে হাইকোর্ট বলেছে, ব্যাংকের ভল্টে রাখা টাকা যায় কীভাবে? তাদের ধরতে হবে। দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। দুর্নীতিবাজদের কালো হাত ভেঙে দিতে হবে।

সোমবার (৬ ডিসেম্বর) ঢাকা ব্যাংকের বংশাল ব্রাঞ্চের ভল্ট থেকে ৪ কোটি টাকা লুটের মামলায় আসামিদের জামিন আবেদনের ওপর শুনানিতে আদালত এ মন্তব্য করে।

আদালতে দুদকের পক্ষে আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

মামলা থেকে জানা যায়, ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে প্রায় ৪ কোটি টাকার বেশি লোপাটের ঘটনায় ব্যাংকটির দুই কর্মকর্তাকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আসামিরা হলেন- ঢাকা ব্যাংকের বংশাল শাখার সিনিয়র অফিসার ক্যাশ ইনচার্জ রিফাতুল হক এবং এফভিপি ও ম্যানেজার (অপারেশন) এমরান আহম্মেদ।

আসামিদের বিরুদ্ধে ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা লোপাটের ঘটনা ধরা পড়লে তাদের আটক করে পুলিশ।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
প্রিমিয়ার ব্যাংকের এমডি মোহাম্মদ আবু জাফর
খেলাপি ঋণ ও ভর্তুকি কমানোর পদক্ষেপ জানতে চায় আইএমএফ
রোববার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে 
X
Fresh