• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনা আক্রান্ত আবৃত্তিশিল্পী হাসান আরিফ আইসিইউতে

আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২১, ১৮:৫২
আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী হাসান আরিফ (ফাইল ছবি)

দেশের অন্যতম গুণি আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন।

গণমাধ্যমের কাছে তার অসুস্থতার খবরটি নিশ্চিত করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, গত কয়েক দিন ধরে হাসান আরিফ অসুস্থ। করোনার উপসর্গ থাকায় পরীক্ষা করানো হয়। দুইদিন আগে রিপোর্ট পজিটিভ ধরা পরে। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে গোলাম কুদ্দুছ আরও বলেন, তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার ফুসফুস অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

উল্লেখ্য, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হাসান আরিফ দীর্ঘদিন ধরে দেশের সাংগঠনিক আবৃত্তি চর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করে আসছেন। আবৃত্তিশিল্পী হিসেবেও তার রয়েছে আলাদা সুনাম। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের সকল গণতান্ত্রিক-সাংস্কৃতিক আন্দোলনে তিনি সামনে থেকে ভূমিকা পালন করেছেন।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন
ধ্রুব এষ আইসিইউতে
শিশু মারা যাওয়ায় চিকিৎসককে আইসিইউতে পাঠালেন স্বজনরা
X
Fresh