• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ২৪৩

আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২১, ২২:০১
করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ২৪৩
করোনা পরীক্ষা (ফাইল ছবি)

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় তিন জন মারা গেছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৮৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (৩ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৫ জন। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৪৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭০ জনে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪১ হাজার ৮৮৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া তিনজনের ২ জন পুরুষ ও ১ জন নারী। তাদের মধ্যে দুইজন ঢাকায় ও একজন খুলনায় মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৭ হাজার ৪৭৩ জনের। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৩৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে ১৭২ মোটরসাইকেল দুর্ঘটনায় ঢামেকে ভর্তি ৮২, মৃত্যু ৩
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৪৩
X
Fresh