• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ল

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২১, ২০:০৬
আয়কর, রিটার্ন, দাখিলের, সময়, এক, মাস, বাড়ল,
ফাইল ছবি

আয়কর রিটার্ন দাখিল করার সময়সীমা আরও এক মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রিটার্ন দাখিলের শেষ দিন ছিল।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এনবিআর।

এতে বলা হয়, ব্যক্তিশ্রেণির করদাতার কোভিড-১৯ পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার কথা বিবেচনায় নিয়ে ২০২১-২২ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।

এনবিআর জানায়, দেশের প্রায় ৭০ লাখ শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) আছেন। যাদের মধ্যে প্রায় ২৫ লাখ টিআইএনধারী নিয়মিত রিটার্ন জমা দেন।

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী নিয়ে টিআইবির উদ্বেগ
অবশেষে ড. ইউনূসের ৫৪ কোটি টাকা জমা
নিখোঁজের পর এনবিআর’র সহকারী মহাপরিচালকের মরদেহ উদ্ধার
আপিলের আগে ড. ইউনূসকে ৫০ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ
X
Fresh