• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নাঈম হাসানের মৃত্যু : কারাগারে গাড়ির হেলপার

আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২১, ২১:৫৭
নাঈম হাসানের মৃত্যু: কারাগারে গাড়ির হেলপার

রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় করা মামলায় রিমান্ড শেষে গাড়ির হেলপার রাসেল খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ নভেম্বর) রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় তার বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তারও আগে বুধবার রাতে নিহত শিক্ষার্থীর বাবা শাহ আলম বাদী হয়ে পল্টন থানায় সড়ক ও পরিবহন আইনে মামলা করেন। ওই মামলায় গাড়ির হেলপার রাসেল খানকে গ্রেপ্তার দেখানো হয়।

অন্যদিকে এ ঘটনায় গাড়ির মূল চালক হারুন মিয়াকেও গ্রেপ্তারের পর দুইদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

গত ২৪ নভেম্বর বেলা ১১টা ২০ মিনিটে পল্টন মডেল থানার গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার গোল চত্বরের দক্ষিণ পাশে নাঈম হাসান রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি (ঢাকা-মেট্রো-শ-১১-১২৪৪) তাকে ধাক্কা দেয়। ওই সময় নাঈমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে দুপুর পৌনে ১২টায় মৃত ঘোষণা করেন।

এমএন/এসকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, শিক্ষক কারাগারে
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
X
Fresh