• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শিক্ষার্থীর মৃত্যু : মূল চালক হারুন রিমান্ডে 

আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২১, ১৮:০৭
শিক্ষার্থীর মৃত্যু মূল চালক হারুন রিমান্ডে 
ফাইল ছবি

গাড়িচাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত গাড়ির মূল চালক হারুন মিয়ার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অভিযুক্ত হারুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি চালক।

শনিবার (২৭ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন হারুনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (২৬ নভেম্বর) তাকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

উল্লেখ্য, রাজধানীর গুলিস্তান গোলচত্বরে হল মার্কেটের সামনে ২৪ নভেম্বর বেলা ১১টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৭) নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি কলেজের মানবিক শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এরপর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। ঘটনায় জড়িত প্রকৃত আসামির বিচারের দাবি জানিয়ে আসছেন তারা।

এ ঘটনায় নিহতের বাবা শাহ আলম দেওয়ান বাদী হয়ে মামলা করেন।

আরএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক পুলিশের মৃত্যু
চতুর্থ দিনেও উত্তাল চুয়েট, সড়ক অবরোধ
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
নোয়াখালীতে ‘হিটস্ট্রোকে’ শিক্ষার্থীর মৃত্যু
X
Fresh