• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কোনো চিকিৎসক বলেননি খালেদা জিয়া সংকটাপন্ন, বলছেন বিএনপি নেতারা : তথ্যমন্ত্রী

আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২১, ১৫:৩৫
বিএনপি নেতার বলছেন খালেদা জিয়া সংকটাপন্ন, কোনও চিকিৎসক বলেননি: তথ্যমন্ত্রী
ফাইল ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন-এটি কে বলেছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। কোনো ডাক্তার এখনও বলেননি বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন। বিএনপির নেতারা কি চিকিৎসক হয়ে গেছেন?

আজ বুধবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে চট্টগ্রাম জার্নালিস্ট ফোরামের নবনির্বাচিত পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমরা দেখেছি, বেগম জিয়া যখন অসুস্থ হয়েছেন তারা দাবি তুলেছে, তাকে (বেগম জিয়া) বিদেশ পাঠাতে হবে। কিছু হলেই বিদেশ পাঠাতে হবে- এই জিকির তোলার কারণ হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

তিনি বলেন, তারা বেগম জিয়াকে লন্ডনে পাঠাতে চান, যেখানে তারেক জিয়া আছে। দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও বেগম জিয়া যাতে সেখান থেকে আবার রাজনীতি করতে পারেন। তারেক রহমানও দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে সেখান থেকে রাজনীতি করছেন।

এসএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh