• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজধানীর গুলশানে ১৪তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২১, ২১:৩০
রাজধানীর গুলশানে ১৪তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর গুলশানে ১৪তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে (ফাইল ছবি)

রাজধানীর গুলশান-২-এর ১৪তলা ইউনিমার্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। গুলশান ২ নম্বরের ইউনিমার্ট ভবনের তিন তলায় এই আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পযন্ত রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ শনিবার (২০ নভেম্বর) রাত নোয়া ৯টার দিকে আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর গুলশান-২-এর ১৪তলা ইউনিমার্ট ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট পথে রয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান আরটিভি নিউজকে জানান, গুলশান ২ নম্বরের ইউনিমার্ট ভবনের তৃতীয় তলায় একটি রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু অপহরণ করে বিক্রি করতো চক্রটি
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
টিপু-প্রীতি হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছাল
রাজধানীর যেসব স্থানে কৃষকের দামে মিলবে তরমুজ
X
Fresh