• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দেড় কোটি টাকার ক্ষতি, থানায় জিডি ছারপোকা ব্যান্ডের

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২১, ১৯:১৭
দেড় কোটি টাকার ক্ষতি, থানায় জিডি ছারপোকা ব্যান্ডের

তরুণ জনপ্রিয় ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম ‘ছারপোকা’।স্টেজ ও গানে- ভালোই সাড়া পাচ্ছেন তারা। কিন্তু এক বছরের বেশি সময় ধরে ‘ছারপোকা’ ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি গায়েব। কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। চ্যানেলটির তত্ত্বাবধানে থাকা প্রতিষ্ঠান বঙ্গ থেকেও কোনো সদুত্তর পাচ্ছেন না ব্যান্ডের সদস্যরা। তাই বাধ্য হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তারা।

বঙ্গ’র এমসিএনে থাকা জনপ্রিয় ব্যান্ডদল ‘ছারপোকা’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল গায়েব করার মধ্য দিয়ে দেড় কোটিরও বেশি টাকার ক্ষতির অভিযোগে ব্যান্ডটির পক্ষ থেকে গত সোমবার (১ নভেম্বর ২০২১) হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সদস্য ইমরান হোসেন রাহাত। যার জি ডি নং-৫৩।

সাধারণ ডায়েরি থেকে জানা যায়, বিগত ১৬/০৫/২০১৮ ইং তারিখ ‘ছারপোকা’ ইউটিউব চ্যানেল ম্যানেজ, এ/সিও, আরনিং ম্যানেজ, মনিটাইজেশন এবং চ্যানেল সিকিউরিটিসহ আনুসঙ্গিক বিষয়ের জন্য ইব্রাহিম মোহাম্মদ (ডেপুটি ডিড বঙ্গ স্টুডিও) ও মুশফিকুর রহমান (চীফ অব কন্টেন্ট) এর মাধ্যমে বঙ্গ হোল্ডিংস প্রাইভেট লিমিটেডের সাথে ‘ছারপোকা’ ব্যান্ডদলের চুক্তি স্বাক্ষরিত হয়। যার তত্বাবধানে ছিলের ক্যারেল কুইপারী (চীফ অপারেটিং) আহাদ মোহাম্মদ (সিইও)। চুক্তি সম্পাদনের পর চ্যানেলটির সব রকম এক্সেস বঙ্গ’র নিকট ‘ছারপোকা’ হস্তান্তর করে এবং বঙ্গ সেটি পরিচালনা করা শুরু করে।

কিন্তু বিগত ২০/০৫/২০২০ ইং তারিখ থেকে ইউটিউবে ‘ছারপোকা’ ব্যান্ডের চ্যানেলটি আর খুঁজে না পাওয়ায় ‘ছারপোকা’ ব্যান্ডের পক্ষ থেকে বঙ্গ’র সাথে যোগাযোগ করা হলেও অদ্যাবধি ইউটিউব চ্যানেলটি সম্পর্কে বঙ্গ কোন সদুত্তর না দিয়ে সময়ক্ষেপণ করে আসছে।

সাধারণ ডায়েরি থেকে আরও জানা যায়, চ্যানেলটিতে ‘ছারপোকা’র নিজস্ব অর্থায়নে ৫০টি মিউজিক্যাল কন্টেন্ট ছিল, যার আনুমানিক নির্মাণ মূল্য ৮০ লাখ টাকা এবং ৭ লাখ সাবসক্রাইবারের চ্যানেলটির বাজার মূল্য নূন্যতম বিশ লাখ টাকা। চ্যনেলটি না থাকায় আরো পঞ্চাশ লাখ টাকার ক্ষতি হয়।

এ বিষয়ে ‘ছারপোকা’ ব্যান্ডের সদস্য ইমরান হোসেন রাহাত বলেন, ‘আমরা একাধিকবার বঙ্গ’র সাথে যোগাযোগ করেও কোন প্রতিকার পাইনি বরং উল্টো আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে তারা। তাই আর কোনো উপায় না পেয়ে আমরা আইনি আশ্রয় নিতে বাধ্য হয়েছি।’

তিনি আরও জানান, ‘খুব শিগগিরি ছারপোকার পক্ষ থেকে আইনি নোটিশ পাঠাবো। তারপরও সমাধান না হলে বঙ্গ’র বিরুদ্ধে মামলা করা হবে।’

এনএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
তীব্র গরমে পশ্চিমবঙ্গে সরকারি স্কুল বন্ধ ঘোষণা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
X
Fresh