• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সবুজায়নে উদ্বুদ্ধ করতে দেয়ালে দেয়ালে চিত্রকর্ম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মে ২০১৭, ২১:১৭

রাজধানীবাসীকে সবুজায়নে উদ্বুদ্ধ করতে রাজধানীর দেয়ালে দেয়ালে বিখ্যাত শিল্পীদের চিত্রকর্ম অঙ্কনের ব্যবস্থা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ৬ মাসের মধ্যে ঢাকার দক্ষিণের ৫ থেকে ৬টি স্থানে চিত্রকর্ম অঙ্কন করবে। পাশাপাশি সবুজ ঢাকা গড়তে শিল্পীদের আঁকা ছবির বাস্তব রূপ দিতে চান মেয়র আনিসুল হক।

শনিবার দুপুরে শিল্পকলা একাডেমির ভাস্কর্য গ্যালারিতে ‘শিল্পীর চোখে সবুজ ঢাকা’নামে আর্ট ক্যাম্পেইন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন(ডিএনসিসি), সবুজ ঢাকা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এ ক্যাম্পেইনের আয়োজন করে।

মেয়র বলেন, ডিএনসিসি এসব শিল্পীর কাছে চিরঋণী হয়ে থাকবে। শিল্পকলার সঙ্গে যুব সমাজের যোগসূত্র স্থাপনের পাশাপাশি তাদের মেধা বিকাশের সুযোগ রয়েছে। আগামীতে তারা ‘জয়নুল আবেদিন’কে পুনরায় সামনে নিয়ে আসবে।

আনিসুল হক বলেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত এসব চিত্রশিল্পী আজ তাদের স্বপ্নের বাংলাদেশের চিত্রকল্প নিপুণ হাতে দেয়ালের ওপর ফুটিয়ে তুলেছেন। একটি পরিচ্ছন্ন, সুন্দর ঢাকা নগরী গড়ে তোলার প্রত্যয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ এসব শিল্পী চিত্রকর্মের মাধ্যমে সমাজকে একটা বার্তা দিচ্ছেন।

অনুষ্ঠানে ৩শ’ চিত্রশিল্পী নিজস্ব দৃষ্টিতে সবুজ ঢাকা’র চিত্র ফুটিয়ে তুলেছেন রঙ-তুলি দিয়ে ছবি এঁকে।

উদ্বোধন শেষে আনিসুল হক শিল্পীদের আঁকা ছবি ঘুরে ঘুরে দেখেন।

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, মনিরুল ইসলাম, তালকেশ ঘোষ, বীরেন সোম, কনক চাঁপা চাকমা, গুলশান আরা, তরুন ঘোষ, রোকেয়া সুলতানা ও নাসিম আহমেদ প্রমুখ।

এদিকে শনিবার বিকেলে ডিএনসিসি ও আলোকিত হৃদয় ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বার্জার পেইন্টসের সহযোগিতায় রাজধানীর বনানী ১১ নম্বর সড়কে ওয়াপদা মাঠের দেয়ালে ‘এ বাংলাদেশ অব দেয়ার ড্রিম’প্রতিপাদ্যের আলোকে তরুণ শিক্ষার্থী চিত্রশিল্পীদের আঁকা ১৬টি চিত্রকর্ম প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

এমসি/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh