• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৯ বছরে সড়কে প্রাণ গেলো ৫০ হাজার মানুষের

আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২১, ১২:৪৪
৯ বছরে সড়কে প্রাণ গেলো ৫০ হাজার মানুষের
ফাইল ছবি

বাংলাদেশে গত নয় বছরে (২০১২-২০২০) ২৮ হাজার ৯৮৪টি সড়ক দুর্ঘটনায় ৫০ হাজার ৪৮২ জন মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭৪ হাজার ৮৯২ জন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিবছরের প্রকাশিত প্রতিবেদন ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে।

এই নয় বছরের মধ্যে ২০১৪ সালে সবচেয়ে বেশি ৮ হাজার ৫৮২ জনের মৃত্যু এবং ২০১৬ সালে সবচেয়ে কম ৪ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়।

প্রতিবেদনগুলো থেকে পাওয়া তথ্যমতে, ২০২০ সালে ৪ হাজার ৯৮৯ জন, ২০১৮ সালে ৫ হাজার ৮৬০, ২০১৭ সালে ৫ হাজার ৬৪৫, ২০১৫ সালে ৫ হাজার ৩ জন, ২০১৩ সালে ৫ হাজার ১৭২ এবং ২০১২ সালে ৫ হাজার ৮৬০ জন সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

এদিকে পুলিশের প্রতিবেদন বলছে, ২০২১ সালের প্রথম সাত মাসে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৯৫ জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় সংসদে সড়ক পরিবহন আইনটি পাস হয়। এরপর আইনটি পরিবর্তন করে সব অপরাধ জামিনযোগ্য এবং জরিমানার টাকা কমাতে দাবি জানায় পরিবহন শ্রমিকরা। সেই থেকে কাগজে-কলমে আটকে আছে আইনটি।

বিশ্লেষকরা বলছেন, সড়ক পরিবহন আইন বাস্তবায়ন না হলে কোনোভাবেই দুর্ঘটনা কমানো সম্ভব হবে না।

আরএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
কাজে ব্যস্ত ছিল মা, পুকুরে ভাসছিল চার বছরের তাহসিন 
X
Fresh