• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সড়কে দৈনিক প্রাণ হারাচ্ছে ৬৪ জন

আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২১, ১৮:৩৯
দৈনিক সড়কে প্রাণ যাচ্ছে ৬৪ জনের
ফাইল ছবি

দৈনিক সড়ক দুর্ঘটনায় গড়ে ৬৪ জনের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, গত ৬ বছরে ৩১ হাজার ৭৯৩টি সড়ক দুর্ঘটনায় ৪৩ হাজার ৮৫৬ জন নিহত এবং ৯১ হাজার ৩৫৮ জন আহত হয়েছেন। ​দৈনিক গড়ে ৬৪ জনের মৃত্যু এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন।

বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির হিসেবে দেখা গেছে, সড়ক দুর্ঘটনায় ২০১৫ সালে ৮ হাজার ৬৪২ জন, ২০১৬ সালে ৬ হাজার ৫৫ জন, ২০১৭ সালে ৭ হাজার ৩৯৭ জন, ২০১৮ সালে ৭ হাজার ২২১ জন, ২০১৯ সালে ৭ হাজার ৮৫৫ জন এবং ২০২০ সালে ৬ হাজার ৬৮৬ জন নিহত হয়েছেন।

সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, জাতিসংঘ ২০১১ সাল থেকে ২০২১ সালকে সড়ক নিরাপত্তা দশক ঘোষণা করে সদস্য দেশগুলোর সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছিল। অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদশ সে অঙ্গীকার রক্ষা করতে পারেনি।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জলবায়ু পরিবর্তনের প্রধান শিকার এশিয়া: জাতিসংঘ
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
সড়ক দুর্ঘটনায় আহত মহাদেবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় বছরে ক্ষতি ২৫ হাজার কোটি টাকার বেশি : বিআরটিএ
X
Fresh