Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১৩ মাঘ ১৪২৮
discover

সংখ্যালঘুদের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের নিন্দা 

সংখ্যালঘুদের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের নিন্দা 
ফাইল ছবি

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় মানুষের ওপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (১৮ অক্টোবর) দেশটির পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এ কথা বলেছেন।

তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতা বা বিশ্বাস প্রতিটি মানুষের অধিকার। বিশ্বের সব মানুষের নিরাপদে নিজেদের উৎসব পালনের অধিকার রয়েছে। বিগত দিনে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হওয়া হামলার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র।

এর আগে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার স্বাধীন তদন্তেরও আহ্বান জানিয়েছেন তিনি।

এক টুইটে মিয়া সেপ্পো লিখেছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যের ফল; যা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী। এটা থামানো উচিত। আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর কুমিল্লায় পূজামণ্ডপে ‘কোরআন’পাওয়ার খবর ছড়িয়ে দেওয়ার পর কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ, মন্দির ও বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

আরএ/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS