• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আইস ও অস্ত্রসহ গ্রেপ্তার দুজন ৯ দিনের রিমান্ডে

আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২১, ১৯:৫৮
দিনের, রিমান্ডে, খোকন, ও, রফিক,
গত ১৬ অক্টোবর র‍্যাবের হাতে আটক হন খোকন ও রফিক। ছবি: সংগৃহীত

অবৈধ মাদক আইস বা ক্রিস্টাল মেথ’র এ যাবতকালের সবচেয়ে বড় চালান ও অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া আইস সিন্ডিকেটের অন্যতম হোতা মোহাম্মদ হোসেন ওরফে খোকন ও তার সহযোগী রফিকের ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৭ অক্টোবর) আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে যাত্রবাড়ী থানার মাদক ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান মাদক মামলায় পাঁচ দিন ও আরেক মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া অস্ত্র মামলায় চার দিনের রিমান্ডের আদেশ দেন।

গত শনিবার (১৬ অক্টোবর) যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে খোকন ও তার এক সহযোগীকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সে সময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ কেজি আইস, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এটি এখন পর্যন্ত দেশে আটক হওয়া আইসের সবচেয়ে বড় চালান, যার আনুমানিক মূল্য সাড়ে ১২ কোটি টাকা।

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে পাওয়া যাবে আইসিসি অনুমোদিত বাংলা ব্যাট
মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করলেন আইসিসির প্রতিনিধি দল
বিশ্বকাপের ভেন্যু পরিদর্শন করতে ঢাকায় আইসিসির পর্যবেক্ষক দল 
রিমান্ডে ট্রান্সকমের ৩ কর্মকর্তা
X
Fresh