• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কুমিল্লায় ইন্টারনেটের গতি নিয়ন্ত্রণে, শতাধিক ফেসবুক লিংক বন্ধের সুপারিশ

আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২১, ১২:৩৫
কুমিল্লায় ইন্টারনেটের গতি নিয়ন্ত্রণে, শতাধিক ফেসবুক লিংক বন্ধের সুপারিশ
ফাইল ছবি

গতকাল বুধবার (১৩ অক্টোবর) কুমিল্লার একটি মন্দিরে ‘কুরআন’ অবমাননার ছবি সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে সংশ্লিষ্ট মন্দিরে হামলার ঘটনা ঘটে। সেটির জেরে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা হয়। কুমিল্লার ঘটনার পরপরই ওই এলাকার ইন্টারনেট গতিতে নিয়ন্ত্রণ আনা হয়েছে। একই সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের কাছে ১০০-এর বেশি ফেসবুক লিংক বন্ধ করার সুপারিশ করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, কুমিল্লার ঘটনায় তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় যাতে অপপ্রচারকারীরা সুযোগ না পায় সেজন্য ওই এলাকার ইন্টারনেট গতিতেও নিয়ন্ত্রণ আনা হয়েছে।

এছাড়া ফেসবুক কর্তৃপক্ষের কাছে ১০০-এর বেশি ফেসবুক লিংক বন্ধ করার সুপারিশ করা হয়েছে। সেগুলো খুব শিগগিরই বন্ধ হয়ে যাবে বলে আশা করছি।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুমিল্লায় ইতোমধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরএ/এসএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh