• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ট্রেনের ধাক্কায় নাবিক নিহত

আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২১, ১৪:২৫

রাজধানীর উত্তরা পূর্ব থানার আজমপুর রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মো. শেখ মানিক (৫৫) নামে এক নাবিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী জুনায়েদ হোসেন জানান, রাতে বাসায় ফেরার সময় আজমপুর রেললাইনের পাশে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। নিহতের বাড়ি নোয়াখালী জেলায়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, রাতে দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রথমে তার নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের সঙ্গে থাকা কার্ড দেখে জানা যায়, তিনি একজন নাবিক ছিলেন। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে বিষয়টি জানিয়েছি।

ইজে/এসএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
X
Fresh