• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যেভাবে পাওয়া যাবে আটকে থাকা ড্রাইভিং লাইসেন্স

আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২১, ১৬:৪৬
যেভাবে পাওয়া যাবে আটকে থাকা ড্রাইভিং লাইসেন্স
ফাইল ছবি

অবশেষে নতুন করে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কাজ শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর সোমবার (১১ই অক্টোবর) থেকে নতুন করে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কাজ শুরু করে বিআরটিএ।

বিআরটিএ’র কর্মকর্তারা জানান, সোমবার কাজ শুরু হলেও চালকদের লাইসেন্স পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

বিআরটিএ'র পরিচালক এবং মুখপাত্র শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী জানান, ইতোমধ্যে লাইসেন্স ছাপানোর কাজ শুরু হয়ে গেছে।

প্রায় সাড়ে ১২ লাখ চালক বিআরটিএ থেকে লাইসেন্স পাওয়ার অপেক্ষায় রয়েছেন। বিআরটিএ জানায়, কারিগরি জটিলতায় তাদের লাইসেন্স ইস্যু করা যায়নি। তবে অস্থায়ী লাইসেন্স ইস্যু করে আসছিল প্রতিষ্ঠানটি।

বিআরটিএ'র পরিচালক মাহবুব-ই-রব্বানী বলেন, ‘লাইসেন্স ছাপা হলে আবেদনকারী চালককে এসএমএস বা মোবাইল বার্তার মাধ্যমে সংগ্রহের তারিখ জানিয়ে দেয়া হবে। একই সঙ্গে প্রিন্ট হওয়া লাইসেন্স কার্ড প্যাকেজিং করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা সার্কেল অফিসে পাঠিয়ে দেওয়া হবে। যিনি যে অফিসে লাইসেন্সের জন্য আবেদন করেছেন তিনি সেই অফিস থেকে লাইসেন্স পাবেন। তবে সোমবার থেকেই লাইসেন্স হাতে পাচ্ছেন না কোন আবেদনকারী।’

তিনি আরও বলেন, ‘এগুলো প্রস্তুত হয়ে বিভিন্ন জেলায় সার্ভিস ডেলিভারি আউটলেটে পৌঁছাতে এবং আবেদনকারীদের হাতে দিতে তিন-চারদিন সময় তো লাগবে। আগামী ছয় মাসের মধ্যে পেন্ডিং সব লাইসেন্স দেয়া শেষ করা যাবে।’

ডব্লিউএস/এসএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক দিনেই পরীক্ষা ও আঙুলের ছাপ, ড্রাইভিং লাইসেন্স পৌঁছে যাবে বাড়িতে
X
Fresh