• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সেপ্টেম্বরে কমেছে রেমিট্যান্স

আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২১, ১৮:৩১
সেপ্টেম্বর, কমেছে, রেমিট্যান্স
ফাইল ছবি

সেপ্টেম্বরে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ কমেছে। সদ্য সমাপ্ত মাসটিতে আগের মাসের চেয়ে রেমিট্যান্স ৭১৩ কোটি টাকা কম এসেছে। আগস্টে রেমিট্যান্স এসেছিল এক দশমিক ৮৭ বিলিয়ন ডলার বা ১৫ হাজার ৩৮৫ কোটি টাকা। কিন্তু সেপ্টেম্বরে তা কমে ১ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলার বা ১৪ হাজার ৬৭২ কোটি ৭০ টাকা। রোববার (৩ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২০ সালের সেপ্টেম্বরের তুলনায় তিন হাজার ৬১০ কোটি ৮০ লাখ কোটি টাকা কম রেমিট্যান্স এসেছে। গত বছরের সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২.১৫ মিলিয়ন ডলার বা ১৮ হাজার ২৪৩ কোটি ৫০ লাখ টাকা।

প্রসঙ্গত, প্রবাসীদের বৈধ উপায়ে দেশে টাকা পাঠাতে উৎসাহিত করতে শতকরা ২ টাকা হারে প্রণোদনা দিচ্ছে সরকার। অর্থাৎ কেউ দেশের প্রচলিত ব্যাংকিং চ্যানেলে বিদেশ থেকে ১০০ টাকা পাঠালে তার সঙ্গে আরও ২ টাকা যোগ করে মোট ১০২ টাকা প্রদান করা হয়। এছাড়া ঈদসহ বিভিন্ন উৎসবে দেশে টাকা পাঠাতে আরও ১ শতাংশ হারে যোগ করার অফার দেওয়া হয়। এসব পদক্ষেপে বৈধ উপায়ে প্রবাসীদের দেশে টাকা পাঠানোর পরিমাণ আগের চেয়ে অনেক বেড়েছে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
X
Fresh