• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভাড়া বাকি থাকায় কারখানায় তালা মার্কেট মালিকের

সিটি রিপোর্টার, আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২১, ১৭:৫৭
ভাড়া বাকি থাকায় কারখানায় তালা মার্কেট মালিকের
ভাড়া বাকি থাকায় কারখানায় তালা মার্কেট মালিকের

রাজধানীর মিরপুরে ভাড়া বাকি থাকায় একটি প্রিন্টিং কারখানায় তালা মারার অভিযোগ উঠেছে মার্কেট মালিকের বিরুদ্ধে। রোববার সকালে মিরপুর ১ নম্বর দক্ষিণ বিশিল ১৯১/১ শমসের মার্কেটের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

তালা দেয়া প্রিন্টিং কারখানাটির নাম সারাহ প্রিন্টটেক্স। কারখানাটিতে শতাধিক শ্রমিক কাজ করেন। তারা মার্কেটের সামনে অবস্থান করছেন।

কারখানার মালিকপক্ষের প্রতিনিধি শাখাওয়াত হোসেন টিটন আরটিভি নিউজকে জানান, মার্কেট মালিক শামসাদ আরা সাথী কাউকে কিছু না জানিয়ে সকালে তালা মেরে দিয়েছেন। কোনো নোটিশ দেননি। শ্রমিকরা বাইরে বসে রয়েছেন। সময়মতো শিপমেন্ট করতে না পারলে কোটি টাকা লোকসান হবে। এ দায়ভার নেবে কে?

টিটন আরও বলেন, আমরা দেশের বাইরে বড় বড় বায়ারের কাজ করি। ভবন মালিককে গত চার মাসে ২৭ লাখ টাকা ভাড়া বাবদ পরিশোধ করেছি। করোনাকালীন ২৪ লাখ টাকার মতো ভাড়া বাকি রয়েছে। এটিও আমরা পরিশোধ করব। কিন্তু আমাদের না জানিয়ে তিনি কারখানায় তালা মেরে দিলেন।

শমসের মার্কেটের ম্যানেজার ফারুক বলেন, কারখানায় তালা দেয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে, ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন।

এ বিষয়ে দারুসসালাম থানার এসআই শরিফুজ্জামান বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে কাজ শুরু করতে নির্দেশ দিয়েছি।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের নির্দেশে গার্মেন্টস মালিক পক্ষ তালা ভেঙে কারখানায় ঢুকে কাজ শুরু করেছে।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
হবিগঞ্জে চিপসের কারখানায় আগুন
শতভাগ কারখানায় বেতন-ভাতা পরিশোধ : বিজিএমইএ
৯৫ শতাংশ কারখানা বোনাস দিয়েছে  
X
Fresh