• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কমিউনিটি জবসের নামে রিং আইডি ৩ মাসে হাতিয়েছে ২১২ কোটি টাকা

আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২১, ১৬:৪০
কমিউনিটি জবসের নামে রিং আইডি ৩ মাসে হাতিয়েছে ২১২ কোটি টাকা
রিং আইডি

‘কমিউনিটি জবস’ খাতে বিজ্ঞাপন দেখিয়ে উপার্জনের কথা বলে গ্রাহকদের কাছ থেকে তিন মাসে ২১২ কোটি ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম রিং আইডি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি এ তথ্য জানিয়েছে।

সিআইডির গণমাধ্যম শাখার কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান জানান, শুধু কমিউনিটি জবস খাতে মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ, জুন মাসে ১০৯ কোটি ১৩ লাখ ও জুলাই মাসে ৭৯ কোটি ৩৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে রিং আইডি।

প্রতিষ্ঠানটির পরিচালক মো. সাইফুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের তথ্য জানা গেছে বলে জানান তিনি।

আজাদ রহমান বলেন, রিংআইডি টাকাগুলো যেন বিদেশে পাচার করতে না পারে তাই এর ব্যাংক হিসাবগুলো জব্দ করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে।

এর আগে শুক্রবার (১ অক্টোবর) রিং আইডি পরিচালক সাইফুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, (৩০ সেপ্টেম্বর) ভাটারা থানায় সাইফুলসহ ১৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় ১০ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
এনএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ
তদন্ত প্রতিবেদন ৩ মাসের মধ্যে দাখিলের নির্দেশ 
১৩ মাস পর টি-টোয়েন্টিতে ফিরছেন উইলিয়ামসন
X
Fresh