• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

'শিক্ষার মূল লক্ষ্যকে পদদলিত করছে সরকার'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মে ২০১৭, ১৯:৫১

শিক্ষা মানুষকে ভিন্নমত প্রকাশের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। কিন্তু শিক্ষার মূল লক্ষ্যকে পদদলিত করছে সরকার। তাঁরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার দাবি করলেও শিক্ষার সব উদ্দেশ্য আজ ভূলুণ্ঠিত।

বললেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার সন্ধ্যায় রাজধানীর লেডিজ ক্লাবে ‘বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থা ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়া বলেন, আত্মতুষ্টির কারণে পাশের হার বাড়িয়ে আমাদের শিক্ষার মানের ক্রমাবনতি ঘটেছে। এ অবস্থা কাটিয়ে উঠতে না পারলে আসছে দিনে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হবে। আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব।

বিএনপির দেওয়া ভিশন-২০৩০ সম্পর্কে সেমিনারে খালেদা জিয়া বলেন, শিক্ষা সম্পর্কে সেখানে যা বলা হয়েছে, তা ক্ষমতায় যাওয়ার প্রথম ৫ বছরেই করা যাবে না। তবে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh