• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বিএনপির ইতিহাসে রাষ্ট্র উন্নয়নে কোনো ভিশন ছিল না (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মে ২০১৭, ১৮:০৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ইতিহাসে রাষ্ট্র উন্নয়নে কোনো ভিশন ছিল না। জানালেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শনিবার সকালে ভোলায় এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, আসছে নির্বাচনেও জনগণের ভোটে ক্ষমতায় আসবে আওয়ামী লীগ।

এদিকে কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বেগম জিয়ার মাধ্যমে কোনো গণতান্ত্রিক সংস্কার সম্ভব নয়। বেগম খালেদা জিয়া ক্ষমতা পেলে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবেন। আবারো বাংলাদেশের ইতিহাসকে বিতর্কিত করবেন।

তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ এ যে প্রস্তাবনা উত্থাপন করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ অনেক বিষয় অনুপস্থিত রয়েছে। ভিশন ২০৩০ এ স্বাধীনতার ঘোষণা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২৫ মার্চের কালো রাত সম্পর্কে উল্লেখ নেই। সুকৌশলে তিনি এগুলো এড়িয়ে গেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh