• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

১৫ দেশের মধ্যে বাংলাদেশ ১৫তম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ মে ২০১৭, ১৪:৫৬

সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘গ্লোবাল ইসলামিক ইকোনমি রিপোর্ট ২০১৬-১৭’৷ এর গ্লোবাল ইসলামিক ইকোনোমিক ইন্ডিকেটর ‘জিআইইআই’ অধ্যায়ে তুলে ধরা হয়েছে বিশ্বের শীর্ষ ১৫টি মুসলিমবান্ধব দেশের তালিকা।

এ তালিকায় শীর্ষে অবস্থান করছে মালয়েশিয়া৷ দেশটির মোট পয়েন্ট ১২১!

দ্বিতীয় অবস্থানে আছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির মোট পয়েন্ট ৮৬।

সৌদি আরবের চেয়ে তিন পয়েন্ট বেশি নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে আছে বাহরাইন। তাদের মোট পয়েন্ট ৬৬।

তালিকায় চতুর্থ অবস্থানে থাকা সৌদি আরবের মোট পয়েন্ট ৬৩৷

পাকিস্তানের চেয়ে তিন পয়েন্ট বেশি থাকায় পঞ্চম অবস্থান ওমানে। দেশটির মোট পয়েন্ট ৪৮।

ষষ্ঠ অবস্থানে থাকা পাকিস্তানের মোট ৪৫ পয়েন্ট।

মুসলিমবান্ধব দেশগুলোর এ তালিকায় সপ্তম অবস্থানে থাকা কুয়েতের মোট পয়েন্ট ৪৪৷

এ তালিকায় অষ্টম অবস্থানে থাকা কাতারের মোট পয়েন্ট ৪৩৷

ইন্দোনেশিয়ার চেয়ে মাত্র এক পয়েন্ট বেশি নিয়ে নবম অবস্থানে আছে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান। দেশটির মোট পয়েন্ট ৩৭।

৩৬ পয়েন্ট নিয়ে দশম অবস্থানে ইন্দোনেশিয়া।

মুসলিমবান্ধব দেশগুলোর তালিকায় ২৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ১৫তম অবস্থানে৷ বাংলাদেশের আগে আছে শুধু ইরান, সুদান, ব্রুনেই ও সিঙ্গাপুর৷

ইসলামিক ইকোসিস্টেমের(হালাল খাবার, ইসলামী অর্থনীতি, বৈধ ভ্রমণ, ফ্যাশন, হালাল মিডিয় ও বিনোদন এবং হালাল ওষুধ ও কসমেটিকস) চলমান স্বাস্থ্য ও উন্নয়নের ভিত্তিতে এ তালিকা করেছে গ্লোবাল ইসলামিক ইকোনোমি ইন্ডিকেটর-জিআইইআই।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh