• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বৈদ্যুতিক পিক আওয়ারে বন্ধ রাখতে হবে সিএনজি স্টেশন

আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৭
সিএনজি স্টেশন
সিএনজি স্টেশন (ফাইল ছবি)

প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে। এ বিষয়ে সরকার একটি নির্দেশনা জারি করেছে।

জানা গেছে, বৈদ্যুতিক পিক আওয়ারে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১ পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব সায়মা আক্তার স্বাক্ষরিত এক আদেশে রোববার (১২ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রসমূহে গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন বিষয়ে বিগত ১৯ জুলাই ২০২১ তারিখে প্রধানমন্ত্রী ভার্চুয়াল সভায় অংশ নিয়ে বিদ্যুতের দৈনিক পিক-আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে।

বৈদ্যুতিক পিক আওয়ারে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১ পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে বলেও জানানো হয়।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh