• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কার্টুনিস্ট কিশোরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ  

আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৬
কার্টুনিস্ট কিশোরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ  
কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, ছবি সংগৃহীত

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ সাতজনের বিরুদ্ধে গুজব ছড়ানোর এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার বিরোধী প্রচারণা চালানোর অভিযোগে চার্জশিট (অভিযোপত্র) গ্রহণ করেছে ঢাকার একটি আদালাত।

রোববার (১২ সেপ্টেম্বর) সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন এর আদালত এ মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

আসামি লেখক মুশতাক আহম্মেদ মারা যাওয়ায় চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়া অব্যাহতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক সাহেদ আলম, ব্লগার আসিফ মহিউদ্দিন ও ফিলিপ শুমাখার নামে অজ্ঞাত ব্যক্তিকে।

চার্জশিটে অভিযুক্তদের মধ্যে রয়েছে, রাষ্ট্রচিন্তা কির্মী দিদারুল ইসলাম ভূঁইয়া, নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল, বিএলই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন, প্রবাসী ব্যবসায়ী শমিউল ইসলাম খান ওরফে জুলকারনাইন স্যার খান, আশিক ইমরান এবং ওয়াহিদুন নবী স্বপন।

গত ৯ ফেব্রুয়ারি ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম মামলাটি পুনরায় তদন্ত করার আবেদন করেন। এরপর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে (সিটিটিসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এরপর গত ১৩ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আফছর আহমেদ অভিযোগপত্র দাখিল করেন।

২০২০ সালের ৬ মে র‌্যাব-৩ এর সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক ডিএসএর অধীনে গুজব ছড়ানো এবং সরকারবিরোধী প্রচারণা চালানোর অভিযোগে রমনা থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ‘আই অ্যাম বাংলাদেশি’ নামে ফেসবুক পেজে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ বিভিন্ন ধরনের পোস্ট দিয়েছেন। যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটায়।

জেএইচ/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh