• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জাপানি মায়ের ভিডিও লিঙ্ক সিআইডির কাছে

আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২১, ১৯:০০
জাপানি মায়ের ভিডিও লিঙ্ক সিআইডির কাছে

জাপানি মা নাকানো এরিকোকে নিয়ে অপপ্রচার চালানো ৫৭টি ভিডিওর লিংক শনাক্ত করে সেগুলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিটিআরসি) কাছে পাঠিয়েছে সিআইডি। গতকাল (৯ সেপ্টেম্বর) ভিডিও লিঙ্কগুলো পাঠিয়ে সেগুলো সামাজিক মাধ্যম থেকে অপসারণ করার কথা জানিয়েছে সিআইডি।

সিআইডি জানায়, নাকানো এরিকোর বিষয়ে হাইকোর্টের নির্দেশনায় সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অপপ্রচার চালানো লিংকগুলো শনাক্ত করেছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ জাপানি মাকে নিয়ে ভিডিও তৈরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিটিআরসির চেয়ারম্যান ও পুলিশের সাইবার টিমকে নির্দেশনা দেন।

গত বুধবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্ট জাপানি মাকে নিয়ে ভিডিও তৈরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিটিআরসি এবং পুলিশের সাইবার টিমকে নির্দেশন দেন।

ইজে/এমএন

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার 
মাদক কারবারে সংশ্লিষ্ট বদির দুই ভাই, জানালো সিআইডি 
বড় মেয়েকে নিয়ে গোপনে বাংলাদেশ ছাড়লেন সেই জাপানি মা
ইন্টারনেটে শিশুদের নিরাপদ থাকতে শেখাবে সিসিমপুর
X
Fresh