• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গত ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৮৯৯

আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৮
গত ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৮৯৯
ছবি: সংগৃহীত

করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই ডেঙ্গু পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় (৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে শুধু সেপ্টেম্বরের গত দশ দিনে ২ হাজার ৮৯৯ জন আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুম জানায়, নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ২৪৮ জনের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ২১৪ জন আর ঢাকার বাইরে ৩৪ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ হাজার ২৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৯৮০ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

জেএইচ/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি : আইইবি
শিশু অপহরণ করে বিক্রি করতো চক্রটি
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
টিপু-প্রীতি হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছাল
X
Fresh