• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানালেন নৌ প্রতিমন্ত্রী 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৩১
সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানালেন নৌ প্রতিমন্ত্রী 
ছবি: আরটিভি

নিউজিল‍্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টুয়েন্টি ফরম্যাটে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি এ অভিনন্দন বার্তা জানান। অভিনন্দনের বিষয়টি নিশ্চিত করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান।

অভিনন্দন বার্তায় নৌপরিবহন প্রতিমন্ত্রী দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের সাফল‍্য কামনা করেন।

আজ চতুর্থ ম্যাচে কিউইদের ৬ উইকেটে হারিয়ে টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এর আগে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়েকে হারায় টাইগাররা।

কিউইদের দেয়া ৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার-প্লে’তেই বিপাকে পড়ে স্বাগতিকরা। তৃতীয় ওভারে ৬ রান করে আজাজ এজাজ প্যাটেলের শিকার হন লিটন দাস। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে সাকিবকে ৮ রানে ফেরান বাম-হাতি এই স্পিনার। একই ওভারের পঞ্চম বলে মুশফিকুর রহিম বোল্ড হয়ে ফেরেন রানের খাতা না খুলেই।

আগামী শুক্রবার (১০ সেপ্টেম্বর) সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে একই মাঠে নামবে দল দুটি।

জেএইচ/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত বাবর আজম
নিউজিল্যান্ড সিরিজের জন্য নতুন কোচ পেলেন বাবর-রিজওয়ানরা
আইপিএলের কারণে ৯ ক্রিকেটার ছাড়াই পাকিস্তান যাচ্ছে নিউজিল্যান্ড
X
Fresh