• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘নিজ উদ্যোগে বিলবোর্ড সরিয়ে নিন’

অনলাইন ডেস্ক
  ১৯ আগস্ট ২০১৬, ১৭:২০

অবৈধ বিলবোর্ড, ব্যানার, পোস্টার নিজ উদ্যোগে সরিয়ে না নিলে মামলা করা হবে। জানালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, গেল এক বছরে প্রায় ২০ হাজার অবৈধ বিলবোর্ড ও ৭০ হাজার অবৈধ ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণ করা হয়েছে। এ-সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ২২ আগস্টের মধ্যে জমা দেবে উত্তর সিটি করপোরেশন।

তিনি বলেন, সবচেয়ে বড় সমস্যা রাজনৈতিক বিলবোর্ড, ব্যানার, পোস্টার।

রাজধানীর নানা দোকানপাট ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন হিসেবে লাগানো সাইনবোর্ডের কোনো অনুমোদন নেই । মেয়র বলেন, আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। এগুলো না সরালে জেল-জরিমানা করা হবে।

তিনি আরো বলেন, জাতীয় নেতাদের দিয়ে বিলবোর্ড দেয়া যাবে। তবে সেখানে কেউ নিজের ছবি দিতে পারবেন না। এগুলো আমাদের কাছ থেকে আগে অনুমোদন করিয়ে নিতে হবে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh