• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সারাদেশে হতে পারে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ মে ২০১৭, ১৩:৩২

লঘুচাপের কারণে সারাদেশে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বৃদ্ধি পেতে পারে দিন ও রাতের তাপমাত্রা।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামি ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানা যায়। পাশাপাশি আগামি ৭২ ঘণ্টার আবহাওয়ার সামান্য পরিবর্তন আসতে পারে। আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দিনজুড়ে ঢাকায় ১০ থেকে ১৫ কি. মি. থেকে ৩০-৪০ কি. মি. বেগে দমকা হাওয়া বয়তে পারে।এদিকে রাজধানীতে সকালে বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯০ শতাংশ।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা সাতক্ষীরায় ২০ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাইজদীকোর্ট ও খুলনায় ৩৫ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫টা ১৮ মিনিটে।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh