• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিএসএমএমইউয়ে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক

আরটিভি নিউজ

  ২১ আগস্ট ২০২১, ২৩:২০
বিএসএমএমইউয়ে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক
কথাসাহিত্যিক হাসান আজিজুল হক (ফাইল ছবি)

দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে।

রাজশাহীর সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা শনিবার (২১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যস্থতায় হাসান আজিজুল হককে বিএসএমএমইউর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘হাসান আজিজুল হককে শনিবার সকালে রাজশাহী থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যস্থতায়ই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তাকে সেখানে ভর্তি করা হয়। দুই বার তার করোনা টেস্ট করা হয়েছে এবং ফলাফল দুইবারই নেগেটিভ এসেছে।’

আজ দুপুরে হাসান আজিজুল হকের চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনার পরে সেখানে মেডিকেল বোর্ড গঠন করা হয়।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএসএমএমইউ’র উপ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্ব নিলেন ডা. আতিক
বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন ডা. আতিকুর রহমান
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন
শিক্ষা-সেবা-গবেষণায় প্রাধান্য দেবে বিএসএমএমইউ : নতুন উপাচার্য
X
Fresh