• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রবীন্দ্রনাথ কালের নন, সর্বকালের কবি (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ মে ২০১৭, ১৯:২০

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু এক কালের কবি নন। তিনি ছিলেন সর্বকালের কবি। বললেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সোমবার বিকেলে নওগাঁর পতিসরে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবদুল হামিদ বলেন, রবীন্দ্রনাথ নিজের লেখনি দিয়ে গোটাবিশ্বে স্থান করে নিয়েছেন। তিনি শুধু এই উপমহাদেশ নন, সারা পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

রাষ্ট্রপতি বলেন, সম্প্রতি সময়ের উগ্রবাদ সাম্প্রদায়িকতা বিনাশে রবীন্দ্র চর্চার কোনো বিকল্প নেই। বাঙালির দুঃখ বেদনা রবীন্দ্রনাথের মত করে কেউ বুঝতে পারেনি।

তিনি বলেন, বর্তমানে মাথাছাড়া দিয়ে ওঠা সাম্প্রদায়িকতা ও উগ্রবাদকে ঠেকাতে রবীন্দ্রনাথ নিয়ে চর্চা করা জরুরি হয়ে পড়েছে। এর কোনো বিকল্প নেই। বিশ্বকবি তার জীবন ও সাহিত্যকর্ম দিয়ে সব সময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ে গেছেন।

নিজে জমিদার পরিবারের সন্তান হয়েও সব সময় প্রভাব-প্রতিপত্তির বিরুদ্ধে ছিলেন। তিনি ধনী-গরিবের মধ্যে সমতা ফিরিয়ে এনেছেন। শুধু তাই নয়, বিশ্ব সভ্যতায় বাংলা সাহিত্যকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh